Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কুলকাঠী ইউনিয়নের ইতিহাস

এইইউনিয়ন পরিষদটি ইউনিয়ন পরিষদের সূচনালগ্নে প্রতিষ্ঠিত হয়। এরপ্রতিষ্ঠাকালীন চেয়ারম্যানের নামের কোন তথ্য সংরক্ষিত নেই। তবে ১৯৪৭ সালেচেয়ারম্যান ছিলেন জনাব রাজেন্দ্রনাথ সমাদ্দার। ৩নং কুলকাঠী ইউনিয়নপরিষদটি নলছিটি উপজেলা পরিষদ হইতে ৭ কি.মি. পশ্চিমে এবং ঝালকাঠী জেলা সদরহইতে ৬ কি.মি দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত। এর উত্তরে সুগন্ধা নদী ও নলছিটিপৌরসভা। পশ্চিমে ঝালকাঠী সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন অবস্থিত। দক্ষিণেভবানিপুর খাল, নাচনমহল ইউনিয়ন, সুবিদপুর ইউনিয়ন ও মোল্লারহাট ইউনিয়নঅবস্থিত। পূর্ব দিকে কুশঙ্গল ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নটির যোগাযোগ ব্যবস্থামোটামুটি উন্নত এবং রাস্তার পার্শ্ব বিভিন্ন রকমের গাছপালা দ্বারাআচ্ছাদিত। কুলকাঠী ইউনয়নের প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার। ইউনিয়ন থেকেবিভিন্ন অঞ্চলে সহজে যাতায়াত করা যায়, তাছাড়া নদী, খাল-বিলে মাছ পাওয়াযায়। এই ইউনিয়নের বাড়ৈকরণ গ্রামে তৎকালীন বাকেরগঞ্জ জেলার কালেক্টরেটেরকার্যালয় ছিল।